30 C
Sirajganj
Sunday, September 21, 2025
Homeঅপরাধট্রেনে চড়ে ৩০ লাখ টাকার হেরোইন পাচারকালে নারীসহ আটক দুই

ট্রেনে চড়ে ৩০ লাখ টাকার হেরোইন পাচারকালে নারীসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক : 
সিরাজগঞ্জে ট্রেনে চড়ে মাদক পাচারকালে ৩০৪ গ্রাম হেরোইনসহ নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) -১২ সদস্যরা। জব্দকৃত হেরোইনের মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে র‍্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (অপারেশন) মো. উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে তাদেরকে হেরোইনসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন- রাজশাহী জেলা সদরের  পরমন্দপুর গ্রামের মো. উজ্জ্বল আলীর ছেলে মো. সিহাব আলী (৩০) ও মাদারপুর গ্রামের মৃত বাদশা আলীর মেয়ে মোছা. সেলিনা বেগম (৩৫)।
র‍্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাবের একটি দল। এছাড়াও তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ৩ টি মোবাইল ফোন ও নগদ ৫,১১০ টাকা জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেন।
র‍্যাবের মিডিয়া শাখা নিশ্চিত করেন, আটককৃতরা ট্রেনযোগে এই মাদক পাচার করছিলেন। পরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ট্রেন থেকে মাদকসহ আটক করা হয়। জব্দ কৃত হেরোইনের মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রসি/বার্তাকক্ষ
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -call us for place ad

Most Popular

Recent Comments