29.2 C
Sirajganj
Saturday, September 20, 2025
Homeলিড নিউজসিরাজগঞ্জে প্রথমবারের মতো ঈদ উপহার পেলেন আনসার ও ভিডিপির ভাতা ভোগী সদস্যরা

সিরাজগঞ্জে প্রথমবারের মতো ঈদ উপহার পেলেন আনসার ও ভিডিপির ভাতা ভোগী সদস্যরা

নিজস্ব প্রতিবেদক :
প্রথমবারের মতো ঈদ উপহার পেয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতা ভোগী সদস্যরা। বাহিনীটির মহাপরিচালকের পক্ষ হতে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও এই উপহার পেয়েছেন ৩৮১ জন ভাতাভোগী সদস্য।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টায় জেলা কমান্ড্যান্টের কার্যালয়সহ সিরাজগঞ্জের নয়টি উপজেলায় একযোগে এই উপহার বিতরণ করা হয়।

জানা যায়, সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলায় মোট ৩৮১ জন ভাতাভোগী সদস্যদের মাঝে সুশৃঙ্খলভাবে মহাপরিচালকের পক্ষ থেকে এই ঈদ উপহার বিতরন করা হয়। এর মধ্যে ২৪৭ জন পুরুষ এবং ১৩৪ জন নারী ভাতা ভোগী সদস্য রয়েছেন।

No description available.

প্রথমবারের মতো ঈদ উপহার পেয়ে দারুণ উচ্ছ্বসিত জেলার ভাতা ভোগী সদস্যরা। খুশি মনে কৃতজ্ঞতা জানান বাহিনীটির মহাপরিচালকের প্রতি। এমন উপহার ভবিষ্যতে তাদের পেশাগত কাজকে আরো গতিশীল করবে বলে মনে করছেন তারা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বলেন, জেলার সকল ভাতাভোগী সদস্যদের মাঝে সম্মানিত মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ উপহার সামগ্রী সুন্দর ও সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন হয়েছে। এমন উপহার পেয়ে দারুণ খুশি হয়েছেন তারা। তাদের মাঝে আলাদা একটা কর্ম স্পৃহা এসেছে। এমন উদ্যোগ তাদেরকে আগামীতে আরও উদ্যোমী করে তুলবে।

জেলা কার্যালয়ে উপহার বিতরণ কালে সহকারী জেলা কমান্ড্যান্ট মশিউর রহমান, সার্কেল এ্যাডজুট্যান্ট সোহেল রানাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই সময়ে প্রত্যেক উপজেলায় ঈদ উপহার বিতরণ করেন স্ব-স্ব উপজেলা কর্মকর্তা এবং প্রশিক্ষক ও প্রশিক্ষিকাগণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -call us for place ad

Most Popular

Recent Comments