30 C
Sirajganj
Sunday, September 21, 2025
Homeজীবনযাপনসিরাজগঞ্জে যাত্রা শুরু করলো স্মার্ট রিটেইল শপ 'রাফাহ'

সিরাজগঞ্জে যাত্রা শুরু করলো স্মার্ট রিটেইল শপ ‘রাফাহ’

প্রসি প্রতিবেদক :
সিরাজগঞ্জ পৌর শহরের বানিয়াপট্টিতে (চালপট্টি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্মার্ট রিটেইল শপ ‘রাফাহ’।

শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে স্মার্ট রিটেইল শপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মো. শফিউল ইসলাম ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোনোয়ার হোসেন।

স্মার্ট রিটেইল শপ রাফাহ’র স্বত্বাধিকারী মো. আব্দুর সবুর বলেন, অনেকে ভাবতে পারেন যেহেতু স্মার্ট শপ তাই এখানে হয়তো পণ্যের মূল্য বেশি রাখা হতে পারে। তবে ক্রেতা ও ভোক্তাদের অবগত করতে চাই, এটি স্মার্ট রিটেইল শপ হলেও এখানে বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ মূল্যেই সকল পণ্য বিক্রি করা হবে। আমরা ক্রেতাদের সার্বিক বিষয় মাথায় রেখেই হালালভাবে সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করব। স্মার্ট রিটেইল শপটি নিত্যপণ্যের পাশাপাশি মাছ-মাংস থেকে শুরু করে বিভিন্ন প্রকার পণ্যে সাজানো হয়েছে।

সকালে ফিতা কেটে ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে রাফাহ’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরপরই শপটিতে ভীড় জমাতে দেখা যায় ক্রেতাদের।

প্রসি/বার্তাকক্ষ

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -call us for place ad

Most Popular

Recent Comments