30 C
Sirajganj
Sunday, September 21, 2025
Homeজীবনযাপনতিন যুগ পূর্তিতে স্মৃতির টানে প্রাণের বন্ধনে তারা

তিন যুগ পূর্তিতে স্মৃতির টানে প্রাণের বন্ধনে তারা

সাধন কুমার দাস :
“স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, মিলেছি আজ প্রাণের বন্ধনে, যেমন ছিলাম তেমন আছি, বন্ধু তোমার পাশাপাশি” প্রতিপাদ্যকে সামনে রেখে বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের তিন যুগ পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে স্মৃতির টানে প্রাণের বন্ধনে মিলিত হয়েছিল বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা।

সোমবার (৯ই জুন) পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন করা হয়। এতে পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় এর বিভিন্ন সালের এসএসসি ব্যাচের প্রায় সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ‘পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ’ নামে একটি ফেসবুক গ্রুপ খোলেন। সেখানে যুক্ত হন পুরো জেলাসহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি সকল ব্যাচের বন্ধুরা। এরপর একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়। অনুষ্ঠানে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। দীর্ঘদিন পর একে অপরকে পেয়ে সেলফি তোলা, গল্প, আড্ডা, স্কুল জীবনের স্মৃতি আওড়ানো, সংসার জীবনের বর্তমান ব্যস্ততা; সব মিলিয়ে একটা প্রাণবন্ত উৎসবে মেতে ওঠেন সবাই। সবার গায়ে ছিল বিদ্যালয়ের ছবি সংবলিত সাদা রঙের টি-শার্ট ও ক্যাপ।

র‍্যালী, কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠের পর পরিচিতি পর্ব, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন, সকল কৃতি শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান ছাড়াও বিভিন্ন ব্যাচের স্মৃতিচারণ, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণসহ নগদ অর্থে বৃত্তি প্রদান, রিকশা ভ্রমণ, দুপুরের খাবার, নাচ-গান, বিভিন্ন খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত পরিবেশন করেন শব্দ ব্যান্ডসহ বিভিন্ন ব্যাচের বন্ধুরা। সংস্কৃতি অনুষ্ঠান শেষে ছিল প্রত্যেকটা ব্যাচের জন্য পৃথক পৃথক রাফেল ড্র এর আয়োজন।

প্রত্যেকের স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় জেলার সব প্রাক্তন শিক্ষার্থী। প্রাক্তন এসএসসি ব্যাচের শিক্ষার্থীগুলোর মধ্যে বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন। তাদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, ব্যাংকার, অফিসার ইনচার্জ (ওসি), সাংবাদিক, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, পৌর কাউন্সিলর, সামরিক ও বেসামরিক অফিসার। কেওবা আবার শিক্ষক ও ব্যবসায়ী এবং প্রবাসীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত । কিন্তু পরিচয় সবার যেন এক, সেটা হলো ‘আমরা প্রাক্তন স্কুল বন্ধু’।

অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় এর সকল ব্যাচের বন্ধুরা। তার মধ্যে রয়েছেন পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকী, প্রাক্তন শিক্ষার্থী সায়দাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খায়রুল ইসলাম, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোক্তার হোসেন, গণমাধ্যমকর্মী টুক্কু মুক্তার, সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির, সয়দাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রুবেল হোসেনসহ এসএসসি প্রাক্তন সকল ব্যাচের বন্ধুরা।

আয়োজকরা আরো জানান, ভবিষ্যতে সব বন্ধু মিলে আমাদের এই ৮৬ ব্যাচকে সাংগঠনিক রূপ দেওয়ার মাধ্যমে আর্থিকভাবে যারা পিছিয়ে আছেন, কিংবা মেধাবী সন্তানদের পড়াশোনায় সহায়তা, বন্ধুদের যেকোনও বিপদে ও আনন্দে পাশে থাকা ও রাষ্ট্রীয় যে কোনও দুর্যোগে মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকার মতো কর্মকাণ্ড হাতে নেওয়া হবে।

 

প্রসি/বার্তাকক্ষ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -call us for place ad

Most Popular

Recent Comments