নিজস্ব প্রতিবেদক :
তরুণ প্রজন্মকে ডিভাইস আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে সিরাজগঞ্জের হোসেনপুর লাল মসজিদ এলাকার সিনিয়র এবং জুনিয়রদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগষ্ট) বিকেলে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচে জুনিয়র একাদশ তিন-এক গোলের ব্যবধানে সিনিয়র একাদশকে হারিয়ে জয়লাভ করে। খেলায় চ্যাম্পিয়ন এবং রানারআপ দুটি দলকেই পুরষ্কৃত করা হয়।
প্রীতি ফুটবল ম্যাচে বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ আহমেদ রনো, ওয়ার্ড যুবদলের সভাপতি মনোয়ারুল ইসলাম নিপু, ক্রীড়া ব্যক্তিত্ব মো. আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, মাদকমুক্ত এবং ডিভাইস আসক্তিবিহীন প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দর সমাজ ও দেশ গড়তে হলে একটি সুন্দর তরুণ প্রজন্ম তৈরি করতে হবে। শিক্ষিত জাতি তৈরি করতে হলে যেমন লেখাপড়ার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত এবং ডিভাইস আসক্তিবিহীন প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই।
আয়োজকরা বলেন, মাদক থেকে যুব সমাজকে রক্ষার জন্য খেলাধুলার বিকল্প নেই। তাই হোসেনপুর সিনিয়র একাদশ যুব সমাজকে মাঠমুখী করার জন্য আগামীতে বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করবে।
খেলায় সিনিয়র একাদশ টিমে ছিলেন-সলিট, সোহেল আব্বাস, সুনাম, সনি, মামুন, আব্দুল আলিম, আব্দুর রহমান, কাজল, স্যামাউন, সৈকত, লাক্কু, তমাল, নান্টু, বাবু, ভাষা, কবির, মোহাম্মদ আলী, আমির হোসেন ও সুমন।
জুনিয়র একাদশে ছিলেন- সোহাগ, সুমন, ইব্রাহিম, নুরুল হক, রাশেদ, রাকিব, আদিত্য, নাঈম, জাহিদ, হাফেজ নোমান, সার্থক, সজিব, সাদাত, তুর্জ, নাফিস, দিগন্ত ও নিরব।
প্রসি/বার্তাকক্ষ