28.9 C
Sirajganj
Sunday, September 21, 2025
Homeধর্মআমিন আমিন ধ্বনিতে শেষ হলো সিরাজগঞ্জের আঞ্চলিক ইজতেমা

আমিন আমিন ধ্বনিতে শেষ হলো সিরাজগঞ্জের আঞ্চলিক ইজতেমা

নিজস্ব প্রতিবেদক :
লাখো মুসুল্লির আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে সিরাজগঞ্জ জেলার তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।
শ‌নিবার (৩০ নভেম্বর) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লায় যমুনা নদীর শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্ট তীরে এই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন মাওলানা শামসুদ্দিন।
এর আগে, বৃহস্প‌তিবার (২৮ নভেম্বর) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় তিনদিন ব্যাপি এই আঞ্চলিক ইজতেমা।
জেলা তাবলিগ জামাত (নিজাম উদ্দিন অনুসারী) এ ইজতেমার আয়োজন করেন। এতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় শতশত মুসল্লির স্বেচ্ছাশ্রমের বিনিময়ে ইজতেমাস্থল প্রস্তুত করা হয়।
ইজতেমা মাঠে আখেরি মোনাজাতে অংশ নিতে এদিন সকাল থেকেই জেলার ৯টি উপজেলাসহ রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও মাদারীপুরসহ বিভিন্ন স্থান থেকে দলে দলে মুসল্লিরা ইজতেমায় উপস্থিত হন। এতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ইজতেমা মাঠ।
তাবলিগ জামাতের জেলা ফয়সাল সূরা সদস্য ডা. এসএম নাজিম উদ্দীন বলেন, আখেরি মোনাজাতে আমিন আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দান ও আশপাশের বিভিন্ন স্থান মুখরিত হয়ে ওঠে। এছাড়া ইজতেমায় সৌদি আরব, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের তাবলিগের সাথী ও মাওলানারা উপস্থিত থেকে পবিত্র কোরআন ও বিশ্বনবীর সুন্নতের কথা আলোচনা করেন।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, সুন্দর পরিবেশে ৩ দিনের আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। এতে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছিলেন। তাদের নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সার্বক্ষণিক কাজ করেছে।
প্র.সি/বার্তা কক্ষ
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -call us for place ad

Most Popular

Recent Comments