নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ পৌরসভায় সর্বমোট ৫হাজার রিকশার নিবন্ধন দেওয়া হবে। ৫হাজার রিকশার নিবন্ধন হয়ে গেলে এর বেশি রিকশা পৌরসভার ভিতরে চলতে দেওয়া হবেনা বলে জানিয়েছেন কতৃপক্ষ। নিবন্ধন কার্যক্রম শেষ হলেই শুরু হবে অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান।
সোমবার (২ ডিসেম্বর) বেলা ৩টার দিকে ২০২৪-২৫ অর্থবছরের সিরাজগঞ্জ পৌরসভার রিকশা নিবন্ধন কর্মসূচির উদ্ভোধনকালে এসব কথা জানান পৌর প্রশাসক ও সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং সিরাজগঞ্জ পৌরসভার লাইসেন্স পরিদর্শক (চলতি দায়িত্ব) মো. আব্দুল হান্নান মিয়া।
সিরাজগঞ্জ পৌরসভার লাইসেন্স পরিদর্শক (চলতি দায়িত্ব) মো. আব্দুল হান্নান মিয়া বলেন, সিরাজগঞ্জ পৌরসভায় চলাচলকারী রিকশাগুলোকে আজ থেকে চলতি অর্থবছরের লাইসেন্স (নিবন্ধন) দেওয়া শুরু হলো। এছাড়াও এসকল রিকশাচালকদের দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্সও। আপাতত মোট ৫হাজার রিকশা ও রিকশা চালককে নিবন্ধন দেওয়া হবে। এর বাইরে কোনো রিকশা পৌরসভার ভিতরে চলতে দেওয়া হবেনা।
তিনি আরও বলেন, রিকশা নিবন্ধনে ফি গতবারের চেয়ে ২’শ টাকা কমিয়ে ৫’শ টাকা করা হয়েছে এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স ফি ২’শ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন কার্যক্রম শেষ হলেই অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
নিবন্ধন কার্যক্রম উদ্ভোধনকালে সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী নূরনবী সরকার, লাইসেন্স পরিদর্শক মারুফ আহমেদ, কনজারভেন্সি পরিদর্শক মো. শাহিন, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, রিকশা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি পলাশ ভূইয়া, সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া, অর্থ সম্পাদক মো. নজরুল ইসলামসহ রিকশা শ্রমিকরা উপস্থিত ছিলেন।
এসময় রিকশা মালিক ও শ্রমিকদের হাতে নিবন্ধন তুলে দিয়ে এর উদ্ভোধন করেন সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক ও সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
প্রসি/বার্তাকক্ষ