29.2 C
Sirajganj
Saturday, September 20, 2025
Homeবাণিজ্যসিরাজগঞ্জ জাতীয় জুট মিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ জাতীয় জুট মিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : 
ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জাতীয় জুট মিল (কওমী জুট মিল) পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে জেলা শ্রমিক দল ও জাতীয়তাবাদী পাট শ্রমিকদল। এসময় সেখানকার সাধারণ শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষ সেখানে অংশ নেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুরে জাতীয় জুটমিলের ১নং গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
জাতীয় জুটমিলের মজদুর ইউনিয়নের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে  মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বিশা শেখ, সাধারণ সম্পাদক এম. এ ওয়াহাব, যুগ্ম- সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিগান, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম লিটন প্রমুখ।
মানববন্ধনে প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জ কওমী জুটমিল বন্ধ হওয়ার কারণে অনেক শ্রমিকেরা কর্মস্থল হারিয়ে বেকারত্ব হয়ে পড়েছেন। আমরা সরকারকে বিব্রত করতে চাই না, কিন্তু এর বাইরে কোনো উপায় থাকবে না। আমি জেনেছি যে সরকার ইতিমধ্যেই বেশ কয়েকটি জুটমিল চালুর উদ্যোগ নিয়েছে তার মধ্যে সিরাজগঞ্জের কওমি জুটমিল থাকতে হবে। কৃষি নির্ভর এ জেলায় ব্যাপক পাট উৎপাদন হয়। জুট মিল বন্ধ থাকায় কৃষক পাটের ন্যায্য মূল্য পায় না। বিগত লুটেরা সরকার সবগুলো প্রতিষ্ঠানের মতো এটাকেও ধ্বংস করে দিয়েছে। সরকার পলিথিন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বিকল্প হিসেবে জুটমিলে তৈরি পাটের বস্ত্র এক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখতে পারে। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের বকেয়া বেতন দেয়ার দাবি করছি।
তিনি আরও বলেন, পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আমি বলছি শ্রমিকদের বকেয়া বেতন অনুসন্ধান করে তাদের ন্যায্য বকেয়া পাওনা দেওয়া হোক। এসময় তিনি অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি কওমী জুট মিলটি পুনরায় চালুর পাশাপাশি শ্রমিকদের পাওনা বকেয়া প্রদান করার আহব্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-দপ্তর সম্পাদক মো. এনামুল হক, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, জেলা জাসাস এর আহবায়ক মো. আব্দুলাহ আল মাহমুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ।
প্রসি/বার্তাকক্ষ 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -call us for place ad

Most Popular

Recent Comments