নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় এসেছে মো. ওয়াসিম হোসেনের নাম। গত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন রাজনৈতিক মামলা ও হয়রানির শিকার ওয়াসিম হোসেন বিএনপির একজন একনিষ্ঠ কর্মী ও বিশিষ্ট বিএনপি পরিবারের সন্তান বলে জানিয়েছেন এলাকাবাসী। ফলে জনপ্রিয়তায় তিনি এগিয়ে আছেন বলেই স্থানীয় একাধিক নেতাকর্মীর সাথে কথা বলে জানা গেছে।
ওয়াসিম হোসেন ৩নং ওয়ার্ডের কালিয়া গ্রামের মৃত. আবুল হোসেনের ছেলে। তার বাবা মৃত. আবুল হোসেন একসময় যেমন কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, তেমনই ৩নং ওয়ার্ডের ৩বারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টায় কালিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে কালিয়া হরিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। সেখানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের পাশাপাশি অন্যান্য আরও নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে একাধিক ব্যাক্তি প্রার্থী হলেও ওয়াসিম হোসেন তার ব্যাক্তিগত ও পারিবারিক কারণে সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে জানিয়েছেন স্থানীয় একাধিক নেতাকর্মী। তারা বলেন, একদিকে যেমন তার বাবা বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য ছিলেন, অন্যদিকে ওয়াসিম হোসেন বিএনপির দু:সময়ে ও আন্দোলনে সকল মিটিং-মিছিল ও সমাবেশে নেতাকর্মীসহ অংশ নিতেন। অন্যদিকে তিনি সকল নেতাকর্মীদের সুখেদুখে পাশে থাকেন। ওয়াসিমকে একজন মানবিক মানুষ হিসেবেই জানেন তারা।
এব্যাপারে ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মো. ওয়াসিম হোসেন বলেন, আমার বাবা ছিলেন জনগণের নেতা। দেখতাম তিনি দিনরাত দল ও মানুষের জন্য কাজ করেছেন। আমিও চেষ্টা করি তার মতো দলের নেতাকর্মীদের পাশে থাকতে। আমি বিএনপির রাজনীতি করতে গিয়ে অনেক মিথ্যা মামলা ও হয়রানির শিকার হয়েছি। তবুও কখনো দল থেকে পিছিয়ে যাইনি। আমি আশা করছি আমার পরিবারের ও কাজের মূল্যায়ন হিসেবে দলের নেতাকর্মীরা আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করবেন।
প্রসি/বার্তাকক্ষ