নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে ট্রেনযোগে মাদক পাচারকালে ৬৬০ গ্রাম হেরোইনসহ নিলুফা ইয়াসমিন নামে এক নারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১২ সদস্যরা। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৬৬ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানী কমান্ডার) দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে তাকে হেরোইনসহ আটক করা হয়।
আটককৃত মোছা. নিলুফা ইয়াসমিন (৩৫) চাঁপাইনবাবগঞ্জ সদরের জাদুপুর গ্রামের মো. সাহাবুল ইসলামের স্ত্রী। তিনি দীর্ঘদিন যাবৎ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল বলে জানায় র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৬০ গ্রাম হেরোইনসহ নিলুফা ইয়াসমিনকে আটক করে র্যাবের একটি দল। এসময় তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ২দুইটি মোবাইল ফোন ও নগদ ১৫’শ টাকা জব্দ করা হয়।
র্যাব আটককৃত নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারেন, ওই নারী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
র্যাবের মিডিয়া শাখা নিশ্চিত করেন, আটককৃত নারী ট্রেনযোগে এই মাদক পাচার করছিলেন। পরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে মাদকসহ আটক করা হয়। জব্দ কৃত হেরোইনের মূল্য প্রায় ৬৬ লাখ টাকা।
আটককৃত নারীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, একইদিন বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকা থেকেই আলিফ হোসেন (২৩) নামে এক যুবককে ১২৩ গ্রাম হেরোইনসহ আটক করে র্যাব। আলিফ রাজশাহী জেলার গোদাগাড়ি থানার মহড়াপুর গ্রামের মৃত. আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধেও সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২ জানায়, এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে বদ্ধপরিকর র্যাব।
প্রসি/বার্তাকক্ষ