নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, শেখ হাসিনাকে একজন হত্যাকারী হিসেবে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য বাংলাদেশে আসতে হবে।
শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে রায়গঞ্জ ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে রায়গঞ্জ পৌর বিএনপির উদ্যোগে ৩০০ জন অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাচ্চু বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন। তারই সুযোগ্য সন্তান যাকে তারা দেশে আসতে দেয়নাই, আমাদের সেই নেতা ১০ হাজার মাইল দূর থেকে ৩১ দফা দিয়েছেন। ৩১ দফার মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এই দেশ কীভাবে চলবে সেটার একটা রূপরেখা তিনি দেশের মানুষের কাছে প্রনয়ণ করেছেন। সেখানে প্রথমেই তিনি বলেছেন আল্লাহর ওপরে বিশ্বাস ও ইসলামের মূল্যবোধ দিয়ে এই রাষ্ট্র পরিচালনা হবে।
এসময় তিনি তারেক রহমানের দেওয়া ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন।
রায়গঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. হাতেম আলী সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সদস্য রাহিদ মান্নান লেলিন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল খান প্রমুখ।
প্রসি/বার্তাকক্ষ