28.9 C
Sirajganj
Sunday, September 21, 2025
Homeজাতীয়যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করলো সিরাজগঞ্জ অগ্রণী ব্যাংক

যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করলো সিরাজগঞ্জ অগ্রণী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক :
র‍্যালী ও পুষ্পস্তবক অর্পণসহ নানান আয়োজনের মধ্যে দিয়ে ৫৪তম মহান বিজয় দিবস উদপাদন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি’র সিরাজগঞ্জ অঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ ১৬ ডিসেম্বর দেশমাতৃকার মুক্তির সংগ্রামে আত্মবলিদানকারী চিরঞ্জীবদের শ্রদ্ধা জানাতে শহরে বর্ণাঢ্য বিজয় র‌্যালী বের করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র সিরাজগঞ্জ অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা। বিজয় র‌্যালিটি বড়পুল থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির সোপানে এসে শেষ হয়। সেখানে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা।

সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. সাজেদুল হক এর নেতৃত্বে বিজয় র‍্যালীতে উপস্থিত থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশ এর সিরাজগঞ্জ অঞ্চলের সাধারণ সম্পাদক টি,এম, আব্দুল হাই হাসিনুর, সহ-সভাপতি সুলতান মাহমুদ, লুৎফর রহমান, নুরুল আমিন খান, জাহিদ হাসান, শফিজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সালাহ উদ্দিন, পলাশ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম ছাড়াও এনামুল হক, হাবিবুর রহমান, ফারুক হোসেন, নিশাত তাসনিম, রুমা খাতুন, সবুর আলম, আলী আহাম্মেদ, আলী আহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ অঞ্চলের আহ্বায়ক আবুল কালাম ও সদস্য সচিব আ. সালাম প্রমুখ।

এর আগে সকালে বিজয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

 

প্রসি/বার্তাকক্ষ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -call us for place ad

Most Popular

Recent Comments