30 C
Sirajganj
Sunday, September 21, 2025
Homeক্যাটাগরি ছাড়ান্যায় প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে: মির্জা মোস্তফা জামান

ন্যায় প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে: মির্জা মোস্তফা জামান

নিজস্ব প্রতিবেদক:
মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা শুধু সংগঠনের কাজ নয়; এটি প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব। রাষ্ট্র ও সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে আইন মেনে চলা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি। তাই ন্যায় প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন’ এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংস্থাটির সিরাজগঞ্জ নিউমার্কেটে জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে সমাজে ন্যায় ও মানবিকতার সংস্কৃতি গড়ে তুলতে এগিয়ে আসতে হবে। এই ফাউন্ডেশন সাধারণ মানুষের মধ্যে আইন সচেতনতা বৃদ্ধিতে যে ভূমিকা রাখছে তা প্রশংসনীয়। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই দীর্ঘ সময়ের উল্লেখ করে তিনি বলেন, এটি ধৈর্য, ত্যাগ ও অবিরাম প্রচেষ্টার ফল।

সংগঠনটির জেলা শাখার সভাপতি মো. আব্দুল্লাহ সেখ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অ্যাাডভোকেট মাসুদুর রহমান। এছাড়াও আরও বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি আমজাদ হোসেন, জুলফিকার আলি, মো. শাহজামাল, সাধারণ সম্পাদক হবিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, তুহিন, সজীব খান, শিবলী প্রমুখ।

প্রসি/বার্তাকক্ষ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -call us for place ad

Most Popular

Recent Comments